প্রশ্নঃ কিছু ভাই বলেন ইমাম আবু হানিফ রহ. হাদিস জানতেন না । এ জন্য তাঁর বর্ণিত হাদিস কম।এ কথা কি সঠিক?
উত্তরঃ না ভাই,এ কথা সঠিক নয়।বরং তিনি হাফেজে হাদিস ছিলেন। অনেক হাদিস তাঁর জানা ছিল। হাদিসের ব্যাপারে শাস্ত্রে তাঁর অবস্থান ছিল অনেক উপরে। যেমনটা বলেছেন ইমাম ইয়াহিয়া ইবনে মুইন রহ. ,ইমাম বোখারি রহ. এর উস্তাদ মাক্কি ইবনে ইবরাহীম রহ.,আব্দুল্লাহ ইবনে মুবারক রহ. ,ইয়াহিয়া ইবনে সাইদ আল কাত্তান রহ., প্রখ্যাত তাবেই ইসরাইল রহ. সহ হাদিসের অনেক ইমাম গণ। বাকি বর্ণনা কম হওয়ার কারণ ভিন্ন। যেমনটা ইয়াহইয়া ইবনে নসর রহ.বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমি ইমাম আবু হানিফা রহ. কে বলতে শুনেছি , তিনি বলেছেন আমার কাছে হাদিসের বহু বড় সিন্দুক রয়েছে। তা থেকে উপকারী অল্প কিছু হাদিসই আমি বর্ণনা করেছি মাত্র। (আল খাইরাতুল হিসানঃপৃষ্ঠা- ২১১)
প্রচারেঃwww.jirubd.com
উত্তরঃ না ভাই,এ কথা সঠিক নয়।বরং তিনি হাফেজে হাদিস ছিলেন। অনেক হাদিস তাঁর জানা ছিল। হাদিসের ব্যাপারে শাস্ত্রে তাঁর অবস্থান ছিল অনেক উপরে। যেমনটা বলেছেন ইমাম ইয়াহিয়া ইবনে মুইন রহ. ,ইমাম বোখারি রহ. এর উস্তাদ মাক্কি ইবনে ইবরাহীম রহ.,আব্দুল্লাহ ইবনে মুবারক রহ. ,ইয়াহিয়া ইবনে সাইদ আল কাত্তান রহ., প্রখ্যাত তাবেই ইসরাইল রহ. সহ হাদিসের অনেক ইমাম গণ। বাকি বর্ণনা কম হওয়ার কারণ ভিন্ন। যেমনটা ইয়াহইয়া ইবনে নসর রহ.বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমি ইমাম আবু হানিফা রহ. কে বলতে শুনেছি , তিনি বলেছেন আমার কাছে হাদিসের বহু বড় সিন্দুক রয়েছে। তা থেকে উপকারী অল্প কিছু হাদিসই আমি বর্ণনা করেছি মাত্র। (আল খাইরাতুল হিসানঃপৃষ্ঠা- ২১১)
প্রচারেঃwww.jirubd.com
No comments:
Post a Comment