একটি অযৈাক্তিক (নবীজি কোন মাজহাব মানতেন)প্রশ্নের যুক্তিক জবাব। পর্বঃ (2)
**********************************************************************************
আমাদের কাছে প্রথমে পরিষ্কার হতে হবে মাজহাব কি এবং তা কেন সৃষ্টি হল।
উত্তরঃ মাজহাব হল: কোরআন ও সুন্নায় অভিজ্ঞ ফকিহ মুঝতাহিদ্গন এতদুভয়ের আলোকে যে সমাধান দিয়েছেন তা মেনে নেয়ার নাম ই হল মাজহাব।
আর এ মাজহাব সৃষ্টি ই হয়েছে যেন যারা কোরআন -সুন্নাহ থেকে দলিল খুঁজে আমল করতে সক্ষম নয় তারা যেন দীনের উপর চলতে পারে।
সুতরাং রাসূল স. দুনিয়াতে কারো মাযহাব অনুসরণের প্রয়োজন ছিল না । কারণ তিনি নিজেই তো আল্লাহর পক্ষ থেকে শরীয়ত প্রণয়ন করেছেন । তিনি কার ব্যাখ্যা গ্রহণ করে অনুসরণ করবেন? তিনি কেবল আল্লাহ তায়ালার থেকেই সমাধান জেনে আমল করেছেন এবং আমল করার নির্দেশ দিয়েছেন । তাঁর সময়ে মাজহাব থাকার প্রয়োজনীয়তা ছিল না ।
তবে সাহাবীদের সময় থেকে এর নিদর্শন পাওয়া যায় । সাহাবায়ে কিরাম যারা সরাসরি রাসূল সাঃ এর কাছে ছিলেন তাদের জন্য রাসূল স. এর ব্যাখ্যা অনুসরণ করা ছিল আবশ্যক । এছাড়া কারো ব্যাখ্যা নয় । কিন্তু যেই সকল সাহাবা ছিলেন নবীজী সা. থেকে দূরে তারা সেখানকার বিজ্ঞ সাহাবীর মাযহাব তথা মত অনুসরণ করতেন । যেমন ইয়ামেনে হযরত মুয়াজ বিন জাবাল রাঃ এর মত তথা মাযহাবের অনুসরণ হত । আব্দুল্লাহ বিন মাসউদ রা. কে অনুসরণ করতেন ইরাকের মানুষ । চলবে--------------
প্রচারেঃ www.jirubd.com
**********************************************************************************
আমাদের কাছে প্রথমে পরিষ্কার হতে হবে মাজহাব কি এবং তা কেন সৃষ্টি হল।
উত্তরঃ মাজহাব হল: কোরআন ও সুন্নায় অভিজ্ঞ ফকিহ মুঝতাহিদ্গন এতদুভয়ের আলোকে যে সমাধান দিয়েছেন তা মেনে নেয়ার নাম ই হল মাজহাব।
আর এ মাজহাব সৃষ্টি ই হয়েছে যেন যারা কোরআন -সুন্নাহ থেকে দলিল খুঁজে আমল করতে সক্ষম নয় তারা যেন দীনের উপর চলতে পারে।
সুতরাং রাসূল স. দুনিয়াতে কারো মাযহাব অনুসরণের প্রয়োজন ছিল না । কারণ তিনি নিজেই তো আল্লাহর পক্ষ থেকে শরীয়ত প্রণয়ন করেছেন । তিনি কার ব্যাখ্যা গ্রহণ করে অনুসরণ করবেন? তিনি কেবল আল্লাহ তায়ালার থেকেই সমাধান জেনে আমল করেছেন এবং আমল করার নির্দেশ দিয়েছেন । তাঁর সময়ে মাজহাব থাকার প্রয়োজনীয়তা ছিল না ।
তবে সাহাবীদের সময় থেকে এর নিদর্শন পাওয়া যায় । সাহাবায়ে কিরাম যারা সরাসরি রাসূল সাঃ এর কাছে ছিলেন তাদের জন্য রাসূল স. এর ব্যাখ্যা অনুসরণ করা ছিল আবশ্যক । এছাড়া কারো ব্যাখ্যা নয় । কিন্তু যেই সকল সাহাবা ছিলেন নবীজী সা. থেকে দূরে তারা সেখানকার বিজ্ঞ সাহাবীর মাযহাব তথা মত অনুসরণ করতেন । যেমন ইয়ামেনে হযরত মুয়াজ বিন জাবাল রাঃ এর মত তথা মাযহাবের অনুসরণ হত । আব্দুল্লাহ বিন মাসউদ রা. কে অনুসরণ করতেন ইরাকের মানুষ । চলবে--------------
প্রচারেঃ www.jirubd.com
No comments:
Post a Comment