আমাদের নতুন এ উদ্যোগ কেন ?
*************************************
অনেকে প্রশ্ন তুলেছেন আমাদের গবেষণা ধর্মী নতুন উদ্যোগের।
তাদের কে বলব, দেখুন ভাই, আমাদের উলামায়ে কেরাম মিডিয়ায়
এ নিয়ে কথা বলতে শুরু করেছেন মাত্র কিছুদিন হল ।
এতদিন পর্যন্ত তারা চাচ্ছিলেন, যেন বিষয়টা ঘরোয়া ভাবে শেষ করা যায়।
কিন্তু দুঃখজনক সত্য হল আমাদের আহলে হাদিস (দাবীদার) ভাইগন বারবার তারিখ দিয়ে ও আসেননি । বরং তারা সোশ্যাল মিডিয়ায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর। এমনকি বিভিন্ন টি ভি চ্যানেলে এ নিয়ে তারা প্রকাশ্য বক্তব্য দিতে আরম্ভ করলেন
এবং নিজেদের পক্ষই একমাত্র সঠিক দাবি করে চ্যালেঞ্জ ছুঁড়তে লাগলেন ।
ফলে সাধারণ জনমনে দীনি যাবতীয় বিষয়ে সংশয় শুরু হল। তারা আমাদের কে ভুল বুঝতে লাগলেন যে , আমাদের কাছে তাহলে আসলে ই কোন দলিল নেই। ইত্যাদি ইত্যাদি।
বিশেষ করে কলেজ ভার্সিটি পড়ুয়া শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে এর প্রভাব বিস্তার করে সবচেয়ে বেশি। আর আসা ও তো স্বাভাবিক । কেননা তারা তো এক পক্ষের বয়ান শুনছিল।
এখন আপানারা ই বলুন আমরা কি করতে পারি ?
আমরা কি দলিল থাকা সত্যেও সে গুলো উপস্থাপন করব না?
আমারা কি আমাদের উপর আরোপিত প্রশ্নের উত্তর ও দিব না?
দেখুন কথা দিচ্ছি, পারত পক্ষে কাউকে আঘাত দিবনা । আর এটা আমাদের ইচ্ছা ও না ।
আমাদের মুল লক্ষ্য হল দাওয়াত। আমাদের প্রমাণাদি তুলে ধরা। ভুল বুঝা বুঝির অবসান ঘটানো।
যেন শিক্ষিত ছেলে - মেয়েরা কোনটা সঠিক তা খুঁজে নিতে পারেন। আর সাধারণ মানুষ সংশয় মুক্ত আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের কে হক জিনিস বুঝার এবং আমল করার তাওফিক দান করুন। আমিন।
*************************************
অনেকে প্রশ্ন তুলেছেন আমাদের গবেষণা ধর্মী নতুন উদ্যোগের।
তাদের কে বলব, দেখুন ভাই, আমাদের উলামায়ে কেরাম মিডিয়ায়
এ নিয়ে কথা বলতে শুরু করেছেন মাত্র কিছুদিন হল ।
এতদিন পর্যন্ত তারা চাচ্ছিলেন, যেন বিষয়টা ঘরোয়া ভাবে শেষ করা যায়।
কিন্তু দুঃখজনক সত্য হল আমাদের আহলে হাদিস (দাবীদার) ভাইগন বারবার তারিখ দিয়ে ও আসেননি । বরং তারা সোশ্যাল মিডিয়ায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর। এমনকি বিভিন্ন টি ভি চ্যানেলে এ নিয়ে তারা প্রকাশ্য বক্তব্য দিতে আরম্ভ করলেন
এবং নিজেদের পক্ষই একমাত্র সঠিক দাবি করে চ্যালেঞ্জ ছুঁড়তে লাগলেন ।
ফলে সাধারণ জনমনে দীনি যাবতীয় বিষয়ে সংশয় শুরু হল। তারা আমাদের কে ভুল বুঝতে লাগলেন যে , আমাদের কাছে তাহলে আসলে ই কোন দলিল নেই। ইত্যাদি ইত্যাদি।
বিশেষ করে কলেজ ভার্সিটি পড়ুয়া শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে এর প্রভাব বিস্তার করে সবচেয়ে বেশি। আর আসা ও তো স্বাভাবিক । কেননা তারা তো এক পক্ষের বয়ান শুনছিল।
এখন আপানারা ই বলুন আমরা কি করতে পারি ?
আমরা কি দলিল থাকা সত্যেও সে গুলো উপস্থাপন করব না?
আমারা কি আমাদের উপর আরোপিত প্রশ্নের উত্তর ও দিব না?
দেখুন কথা দিচ্ছি, পারত পক্ষে কাউকে আঘাত দিবনা । আর এটা আমাদের ইচ্ছা ও না ।
আমাদের মুল লক্ষ্য হল দাওয়াত। আমাদের প্রমাণাদি তুলে ধরা। ভুল বুঝা বুঝির অবসান ঘটানো।
যেন শিক্ষিত ছেলে - মেয়েরা কোনটা সঠিক তা খুঁজে নিতে পারেন। আর সাধারণ মানুষ সংশয় মুক্ত আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের কে হক জিনিস বুঝার এবং আমল করার তাওফিক দান করুন। আমিন।
সবশেষে , কলেজ- ভার্সিটিতে পড়ুয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলব, আপনারা
অবশ্যই নিরপেক্ষ ভাবে বিচার বিশ্লেষণের চেষ্টা করবেন। কোন বিষয়ে সংশয় হলে
সরাসরি প্রশ্ন লিখে পাঠাবেন।
আমারা ইন শা আল্লাহ জবাব দেয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তাওফিক দান করুন। আমিন,। www.jirubd.com
জামিয়া ইসলামীয়া রওজাতুল উলুম বাউনিয়াবাঁধ | মাদরাসা ও এতিমখানা
জামিয়া ইসলামীয়া রওজাতুল উলুম বাউনিয়াবাঁধ, মাদরাসা ও এতিমখানা, বাউনিয়াবাঁধ, ব্লক-সি, মিরপুর-১১, পল্লবী, ঢাকা-বাংলাদেশ।
jirubd.com
আমারা ইন শা আল্লাহ জবাব দেয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তাওফিক দান করুন। আমিন,। www.jirubd.com
জামিয়া ইসলামীয়া রওজাতুল উলুম বাউনিয়াবাঁধ | মাদরাসা ও এতিমখানা
জামিয়া ইসলামীয়া রওজাতুল উলুম বাউনিয়াবাঁধ, মাদরাসা ও এতিমখানা, বাউনিয়াবাঁধ, ব্লক-সি, মিরপুর-১১, পল্লবী, ঢাকা-বাংলাদেশ।
jirubd.com