Sunday, December 21, 2014

সামাজিক যোগাযোগের সাইটে ছবি আপলোড কি জায়েজ



প্রশ্ন --> সামাজিক যোগাযোগের সাইটে ছবি আপলোড কি জায়েজ ? যদি হিজাবী ছবি হয় তবে ?
উত্তরযাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
প্রথমে একটি প্রশ্ন যে নিজের ছবি profile picture হিসেবে ব্যবহার করা যাবে কিনা ? ( নারী/পুরুষ উভয়ের জন্য)
উত্তর হল , profile picture হিসেবে নিজের ছবি ব্যবহার জায়েজ নেই
( ফতোয়ায়ে রহিমিয়া , ভলি ১০ পৃ ১৪৬ , ইশা'আত ; ফতোয়ায়ে মাহমুদিয়া , ভলি ১৯ পৃ ৪৭০ , ফারুকিয়া )
তবে এমনি যেকোন সাধারণ ছবি ব্যবহার করা যাবে আর ইন্টারনেটে সামাজিক যোগাযোগের জন্য ছবি মোটেও গুরুত্বপূর্ণ নয়
আর সাধারণ ছবি পোস্ট করার ব্যাপারে আলেমদের মতামত হল ছবি পোস্ট করা অবশ্যই বর্জনীয়
. অনেক ক্ষেত্রে ছবি দ্বারা কোন কাজে গর্ব - অহংকার প্রকাশ পায়
. গায়ের মাহরামদের নিকট সৌন্দর্য/ আভিজাত্য ফুটে ওঠে যা নানা বিদ ফিতনার দিকে নিয়ে যায়
. অনেক ক্ষেত্রে দেখা যায় একজনের ভাল ছবি দুষ্ট লোকের হাত দ্বারা ফটোশপড হয়ে কোন খারাপ ছবিতে পরিণত হয় যা চরম পরিণতির দিকে ধেয়ে নিতে পারে
আর অপ্রয়োজনে ছবির তোলার পক্ষেই আলেমদের মত নেই এই ছবির উপরেও আঁকা ছবির সমস্ত নিয়ম আরোপিত হবে আলেমরা কেবল আইডি কার্ড, পাসপোর্ট , সিকিউরিটি ইত্যাদি অতি জরুরি কাজের জন্য ছবির সীমিত ব্যবহার অনুমতি দেন
আর যদি কোন বোন নিকাব পরে ছবি তুলে তা পোস্ট করেন তবে সেই ছবি দেওয়া না দেওয়ায় কোন পার্থক্য নাই আর পুরো শরীর ঢেকে ছুবি মুখ খোলা ছবিও অনুমোদন যোগ্য নয় কারণ একজন নারীর সৌন্দর্য্যের কেন্দ্রবিন্দু হচ্ছে তার মুখমণ্ডল
এবং Clark, Schofield Lynn লিখিত The Parent App: Understanding Families in the Digital Age. (Oxford University Press, 2013), বইয়ের 108-109 পৃষ্ঠায় একটি ঘটনা পাওয়া যায় যেখানে এক ১৭ বছর বয়সী হিজাবী তরুণী তার বোনের ছবি তার পেজ হতে নিয়ে নগ্নদেহে সংযোজন করে তা দিয়ে তাদের অপমানিত করা হয়েছে
সুতরাং সার্বিক দিক বিবেচনা করে আলেমদের মতামত হল ছবি পোস্ট করার বিপক্ষে
এবং এটাই তাকওয়ার মাপকাঠিতে অধিক উন্নীত

No comments:

Post a Comment