প্রশ্ন --> সামাজিক যোগাযোগের সাইটে ছবি আপলোড কি জায়েজ ? যদি হিজাবী ছবি হয় তবে ?
উত্তর : যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
প্রথমে একটি প্রশ্ন যে নিজের ছবি profile picture হিসেবে ব্যবহার করা যাবে কিনা ? ( নারী/পুরুষ উভয়ের জন্য)
উত্তর হল , profile picture হিসেবে নিজের ছবি ব্যবহার জায়েজ নেই ।
( ফতোয়ায়ে রহিমিয়া , ভলি ১০ পৃ ১৪৬ , ইশা'আত ; ফতোয়ায়ে মাহমুদিয়া , ভলি ১৯ পৃ ৪৭০ , ফারুকিয়া )
তবে এমনি যেকোন সাধারণ ছবি ব্যবহার করা যাবে । আর ইন্টারনেটে সামাজিক যোগাযোগের জন্য ছবি মোটেও গুরুত্বপূর্ণ নয় ।
আর সাধারণ ছবি পোস্ট করার ব্যাপারে আলেমদের মতামত হল ছবি পোস্ট করা অবশ্যই বর্জনীয় ।
১. অনেক ক্ষেত্রে ছবি দ্বারা কোন কাজে গর্ব - অহংকার প্রকাশ পায় ।
২. গায়ের মাহরামদের নিকট সৌন্দর্য/ আভিজাত্য ফুটে ওঠে । যা নানা বিদ ফিতনার দিকে নিয়ে যায় ।
৩. অনেক ক্ষেত্রে দেখা যায় একজনের ভাল ছবি দুষ্ট লোকের হাত দ্বারা ফটোশপড হয়ে কোন খারাপ ছবিতে পরিণত হয় । যা চরম পরিণতির দিকে ধেয়ে নিতে পারে ।
আর অপ্রয়োজনে ছবির তোলার পক্ষেই আলেমদের মত নেই । এই ছবির উপরেও আঁকা ছবির সমস্ত নিয়ম আরোপিত হবে । আলেমরা কেবল আইডি কার্ড, পাসপোর্ট , সিকিউরিটি ইত্যাদি অতি জরুরি কাজের জন্য ছবির সীমিত ব্যবহার অনুমতি দেন ।
আর যদি কোন বোন নিকাব পরে ছবি তুলে তা পোস্ট করেন তবে সেই ছবি দেওয়া না দেওয়ায় ত কোন পার্থক্য নাই । আর পুরো শরীর ঢেকে ছুবি মুখ খোলা ছবিও অনুমোদন যোগ্য নয় । কারণ একজন নারীর সৌন্দর্য্যের কেন্দ্রবিন্দু হচ্ছে তার মুখমণ্ডল ।
এবং Clark, Schofield Lynn লিখিত The Parent App: Understanding Families in the Digital Age. (Oxford University Press, 2013), বইয়ের 108-109 পৃষ্ঠায় একটি ঘটনা পাওয়া যায় । যেখানে এক ১৭ বছর বয়সী হিজাবী তরুণী ও তার বোনের ছবি তার পেজ হতে নিয়ে নগ্নদেহে সংযোজন করে তা দিয়ে তাদের অপমানিত করা হয়েছে ।
সুতরাং সার্বিক দিক বিবেচনা করে আলেমদের মতামত হল ছবি পোস্ট করার বিপক্ষে ।
এবং এটাই তাকওয়ার মাপকাঠিতে অধিক উন্নীত
No comments:
Post a Comment